মানুষ ফুল জন্ম নেবে - উদয়ন চক্রবর্তী




আমি ভেবেছিলাম একটা নার্সারি

বানাবো সেখানে মানুষ ফুল ফুটবে

টব পাল্টে পাল্টে জল ঢালব-

শুধু অপুষ্ট ভালোবাসার পাতাদের ঝরিয়ে

গাছটাকে মুক্ত করব ওর বোঝা থেকে

 

সঠিক সবুজ পাতাদের ভালোবাসা দিয়ে

আকাশ থেকে নক্ষত্র পেড়ে  আনবো,

ওদের শরীরে ঝুলিয়ে দেব নক্ষত্র,

আলোর মালার জোনাক জ্বলবে অন্ধকার সরিয়ে;

যা দেখে আরও মানুষ ফুল জন্ম নেবে

 

মানুষ মানুষকে দেখে মুখ না ফিরিয়ে

হাত ধরার আগেই মেপে নেবে না

আড়চোখে অদৃশ্য দূরত্ব অবিশ্বাসে

নদীতে ভেসে যাবেনা মৃত দেহের স্থবিরতা,

জীবন শুধুই শূন্যতার দিকে চোখ রেখে

হেঁটে যাবে না সিঁড়ি পথ।

 


Post a Comment

নবীনতর পূর্বতন