-
যা আছে দিয়ে দাও দাদু, আমি তোমার সব বই-ই কিনতে চাই।
-
কিন্তু, একই বইয়ের ২০০ কপি নিয়ে তুমি কি করবে, বাবা!! বৃদ্ধের চোখে বিস্ময়।
-
চেনাজানা সবার মধ্যেই তোমার আনন্দ ভাগ করে
দিতে চাই যে।
বিল্টুর উত্তরে বৃদ্ধের চোখের কোণে চিক চিক করে ওঠে
আনন্দাশ্রু....
একটি মন্তব্য পোস্ট করুন