সারাবছর ধরে তিলে
তিলে নিজের পকেটমানি জমিয়ে বইমেলায় আনন্দ পাবলিশার্সের বই কেনার উদ্দেশ্যে চার
নম্বর গেটটি দিয়ে ঢুকে স্টলের সামনে সর্পিল লাইনটির দিকে এগোতেই বিষয়টি নজরে আসে
বিল্টুর। লাইনটির ঠিক পাশেই এক বৃদ্ধ কিছু পত্রিকা হাতে সকলকে তা কেনার জন্যে অনুরোধ করে চলেছেন, "বাবু, একটা নিয়ে দেখুন! বেশি দামও নয়, মাত্র দশ টাকা"। এই শুনে কেউ হয়তো মুখ ঘুরিয়ে নিচ্ছেন, কেউ বা সরাসরি মুখের উপরই 'না' করে দিচ্ছেন। রৌদ্রজ্জ্বল সেই তপ্ত দুপুরে
বৃদ্ধের শুকিয়ে যাওয়া চোখেমুখে দুশ্চিন্তার কালোমেঘকে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে
দেখে নিজেকে আর সামলাতে পারেনা বিল্টু। কালবিলম্ব না করে বৃদ্ধের কাছে ছুটে যায় সে।-
যা আছে দিয়ে দাও দাদু, আমি তোমার সব বই-ই কিনতে চাই।
-
কিন্তু, একই বইয়ের ২০০ কপি নিয়ে তুমি কি করবে, বাবা!! বৃদ্ধের চোখে বিস্ময়।
-
চেনাজানা সবার মধ্যেই তোমার আনন্দ ভাগ করে
দিতে চাই যে।
বিল্টুর উত্তরে বৃদ্ধের চোখের কোণে চিক চিক করে ওঠে
আনন্দাশ্রু....
একটি মন্তব্য পোস্ট করুন