হাওয়া - অমলেন্দু কর্মকার

 




পশ্চিমা হাওয়ায় উড়ে অবশিষ্ট আঢাকা সংসার

দু'টো তিনটে প্রজন্মের চোখ নেই স্বপ্ন দেখা মানা

 

দুঃশাসনের খল শঠতার বিষাক্ত দংশনে ;

ধৃতরাষ্ট্র'পতি বসে অসহায় বন্ধ কারাগারে

দ্রৌপদীর বস্ত্রখণ্ড সম্পূর্ণ হরণের আগে

যদুপতি মায়াবস্ত্র দিয়ে,

রুখেছিল জাতির লজ্জাকে।

তারপর ঠেছিল মহাভারতের বুকে মহাঝড়...

এখনো প্রবহমান...

আসমুদ্র হিমাচল প্রভাবিত ভয়ে কম্পমান

এ কোন তুফান?

 

অন্ধ আগন্তুক আর অন্ধকারে আনাগোনা সব ,

হাওয়া লাগে সভ্যতার শতছিন্ন লজ্জার পর্দায়।

 


Post a Comment

নবীনতর পূর্বতন