প্রত্যাশা - পিঙ্কি ঘোষ



সময়ের খামে বন্দী ইতিহাস,

গীতবিতানের হলুদ পাতারা

বিচ্ছেদের কাহিনী শোনায়,

প্রশ্নেরা সব ক্লান্ত - অবসন্ন।

নিরাশার বিকেল অপলকে

রামধনু খোঁজে পশ্চিম আকাশে,

দূরে কারো আঙিনায় বেজে ওঠে

সন্ধ্যার মঙ্গলশঙ্খ।

রাত্রের খামে ভরা আছে-

আগামীকালের সূর্যোদয়ের চিঠি,

সেই চিঠিতেই লেখা নবজাগরণের মন্ত্র।

তাইতো আজও...

অমলকান্তিরা রোদ্দুর হতে চায়।

 

Post a Comment

নবীনতর পূর্বতন