মিলনোৎসবের গান - নদেরচাঁদ হাজরা



   

মুগ্ধ বাতাস

হেমন্তের হালকা শিশির

একটু গা শিরশিরে ভাব এখন;

এসো মিলনোৎসবের গান গাই

চারপাশের আত্মপরতার ক্রন্দন মুছে

মনের সব জটিলতা ঝেড়ে ফেলে

মুগ্ধ নেত্রে

ধরি জীবনের গান৷

শুদ্ধতায় ভরে উঠুক

প্রাণের উৎসব;

বিশ্বাস রাখি এসো হাতে হাত ধরে

চলমান সময়কে সাথে নিয়ে চলি সামনের পথে৷

দেখবে ঠিক ঈপ্সিত ঠিকানা খুঁজে পাবো৷

তখন মধুরতায় স্নান করে

গায়ে মেখে নেবো স্নিগ্ধ রোদ্দুর৷


Post a Comment

নবীনতর পূর্বতন