হৃদয়ের ক্যানভাস - অঞ্জন ব্যানার্জ্জি




আমরা টাকা গুনতে গুনতে

নিজেরাই একদিন টাকা হয়ে যাই

আমাদের দাম ওঠা নামা করে

আমাদের রোজগেরে অর্থের সাথে। 

অজান্তেই একদিন শুরু হয়  টাকা গোনা

শৈশবের আলোকিত নির্মল হৃদয়ের দেওয়ালে

ধীরে ধীরে ফুটে ওঠে স্বার্থের কালো দানা।

টাকার পাহাড় উঠার উদগ্র বাসনায়

ছোট ছোট অনুভূতি হৃদয়ে শুকায়

যাদের চেতনার তুলিতে রঙিন হয়েছে

শৈশবে হৃদয়ের ক্যানভাস একদিন

সেই চেনা মুখ অচেনা মনে হয়।

প্রহর ভেসে যায় সময়ের স্রোতে

কালো কালো দানাগুলো আরও ঘন হয়।

 

অপরাহ্নের গোধূলি আলোয় বসে

হঠাৎ শুরু হয় হৃদয়ের শেষ খেলা

দানা তুলবার নিরন্তর প্রয়াস

সময় ফুরায় ব্যর্থ প্রচেষ্টায়

তবু চাই শৈশবের নির্মল ক্যানভাস।

 


Post a Comment

নবীনতর পূর্বতন