এইভাবে প্রত্যেকটি দিন
পরিচিত কিন্তু উদাসীন
ফুটপাত মাড়িয়ে
ফিরে আর না পাওয়া মুহূর্তের মায়ায় জড়িয়ে
কখনও মনে মনে কখনও আয়নায় চেয়ে বলে থাকি,
“নতুন কোনো চমক আছে নাকি?”
উত্তর আসে না উত্তর যেন নেই;
অনিশ্চিতের ঘুড়ি উড়িয়েই
আকাশ থেকে দিগন্ত, দিগন্ত থেকে আকাশ;
মেঘেরা ভবঘুরে হাতরে বেড়ায় এক মুঠো বিশ্বাস।
মানুষগুলো মানুষেরই মতন--
কেউ প্রবৃত্তি, কেউ হুজুগের বাহন
চলাফেরা করতে থাকে ওয়াইফাইএর স্পীড মেপে
বৃষ্টি যে কোন ফাঁকে মনে তাদের বসেছিল চেপে
খেয়াল নেই আর কারো খেয়াল নেই।
ফলে অনিশ্চিতের ঘুড়ি উড়িয়েই
এইভাবে প্রত্যেকটি দিন
পরিচিত কিন্তু উদাসীন
ফুটপাত মাড়িয়ে
ফিরে আর না পাওয়া মুহূর্তের মায়ায় জড়িয়ে
কখনও মনে মনে কখনও আয়নায় চেয়ে বলে থাকি,
“নতুন কোনো চমক আছে নাকি?”
একটি মন্তব্য পোস্ট করুন