যেখানে জীবন বহু আগে আকাশে দেখত চিল
ছিল একদিন সেখানে খুশি ধানের শিষে মিল।
সেখানে এখন শিশির-ভেজা মাঠ খেয়েছে ইঁট
যুগ-জোয়ারে লেগেছে দেখি শহরতলীর গিঁট।
সেখানে আজ বৈষ্ণবী পিসি প্রভাতী গায় না কোন
কথায় কথায় ছড়া কাটে না পড়শী কোন বোনও।
কুঁড়া জালে সব মাছ ধরার দিনগুলি নেই আর
চাইলেও এখন পাই না আর ভীষণ অন্ধকার।
হারিয়েছি বহু শৈশব গীত পুরোনো দিনের খেলা
নেই কোথাও এখন আর , ঘুড়ি ওড়ানোর বেলা।
নদীর ঘাটে বানায় কে আর স্থাপত্যের সম্পদ
ভরা বর্ষায় কে টানে এখন জগন্নাথের রথ।
যা ছিল সেদিন, আজও থাকবে- সেও কি সম্ভব
নতুনের কাছে চির সত্য অতীতের পরাভব।
সময় শোনায় বহু কাহিনী শুনতেই হয় তা
দোষ নেই তাতে নিতে হয় হাতে নতুনের বার্তা।
সেদিনের শিশু যে কথা শুনত একেবারে অন্য
এখন তাদের জীবনধারা সবদিক থেকে ভিন্ন।
আজগুবি ছড়া শোনে না ওরা যুক্তিতে পাতে কান
ওদের মুখেই শৈশবে শুনি ট্রেকিংয়ের জয়গান।
ওরা ভালবাসে প্রশ্ন করতে বহু কিছু নিয়ে রোজ
দেখা-অদেখা বহু বিষয়ের প্রতিদিন করে খোঁজ।
তৃপ্ত হলে 'ঠিক আছে' বলে, না হলে মুখটা ভার
আই-কিউটা যে ওদের আজ , ভীষণ চমৎকার।
একটি মন্তব্য পোস্ট করুন