একটা দিন যেতে পারেনি মানুষটা
ঢং ঢং করে ছুটি হয়ে গেছে চতুর্থ পিরিয়ডে।
স্কুলে মন বসেনি কারও
না ছাত্র, না শিক্ষকের; মন চেয়েছিল আরও।
সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টি
স্কুল মাঠেও বৃষ্টি হবে তো আজ!
মানুষটা শুধু শিক্ষক নয়, হাতে একটা সমাজ
শাসন করতে দেখিনি কখনো, বুঝিয়েছে কাছে ডেকে।
বেদনার কথা শুনত যখন অশ্রু চোখেতে মেখে।
বাবা বাছা ছাড়া কথা বলেনি নিপাট ভদ্রলোক
মাথা কোনোদিন দেখেনি নোয়াতে যতই নিন্দা হোক।
একটা স্কুলঘর আর তিনি ভগীরথ
শেখাত বোঝাত জীবনের ভবিষ্যৎ
কথা বললে শুনত সবাই যেন মধুর সে বাণী
শুধু শিক্ষক নয়, মানুষটা নেহাত জ্ঞানী।
একটা দিন যেতে পারেনি মানুষটা
ঢং ঢং করে ছুটি হয়ে গেছে চতুর্থ পিরিয়ডে।
একটি মন্তব্য পোস্ট করুন