ছবি - অম্লান বাগচী

 




ছোট ছোট হাতে ছেলেটি কাগজে মেঘ আঁকে

আঁকে আকাশের কালো মেঘ।

তার থেকে নেমে আসে প্রার্থিত বৃষ্টির ফোঁটা

আরও নীচে এঁকে দেয় ক্ষেত

ক্ষেতে এসে পড়েছে বৃষ্টির দানা।

এবার ধান হবে।

এবার মাঠ সবুজ।

অনাবৃষ্টি মনখারাপের কবিতা নিয়ে এসে বসে আছে

এবার ধান হবে।

মাঠে সে কাঁচা হাতে আঁকে মানুষের ছবি

লাঙল ধরা দু'টি হাত প্রাণপন হাতড়ায় মাঠখানি

জল চুঁইয়ে যায়।

বড় ভালো লেগে যায় নিজের আঁকা ছবিখানি তার।

নাকের কাছে আনলেই যেন ছুঁয়ে যায় গরম ভাতের গন্ধ।

ওম লাগে।

ছুটে যায় বাবার কাছে ছবিখানি দেখাবে বলে

মা বলে, বাবা গেছে মহাজনের কাছে বাঁধা দিতে

পুরানো লাঙলটিকে।

 


Post a Comment

নবীনতর পূর্বতন