রুক্ষ চুলের জন্য হেয়ার প্যাক

 

শীতের আগমনে আমাদের ত্বকে যেমন শুষ্কতা জানান দেয়, ঠিক তেমনই আভাস পাওয়া যায় আমাদের চুলেও। সেই কোমলতা, আর্দ্রতা, কমনীয়তা কোথায় যেন হারিয়ে যায়! শীতল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে মুখের উপর এসে বিরক্ত করতে থাকে আলগা চুলগুলো, একটু যেন বেশিই রুক্ষ। তার সঙ্গী হয় আরও অনেক আনুষঙ্গিক সমস্যা। শুষ্কতার উপদ্রবে চুলের আগা ফেটে যাওয়ার উপক্রম তৈরি হয়। কাজেই, সেই সমস্যায় জর্জরিত হওয়ার আগে থেকেই ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করার মাধ্যমে চুলের আর্দ্রতাকে বজায় রাখা অত্যন্ত জরুরী

১) মধু ও কলা :



ত্বকের আর্দ্রতায় মধু ও কলা যতখানি উপযোগী, ঠিক ততটাই চুলের ক্ষেত্রেও। আধ কাপ মধু ও ২টি কলা নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে ফেলতে হবে। তারপর মাথায় ভালো করে মাখিয়ে ১৫ মিনিট মতো রেখে শ্যাম্পু করে ফেলতে হবে। সপ্তাহে দু'বার প্যাকটি প্রয়োগ করলে চুল হবে কোমল ও উজ্জ্বল

২) অ্যালোভেরা, টক দই ও নারকেল তেল :



শীতে চুলের যত্ন নিতে অ্যালোভেরা ও দইয়ের প্যাক বেশ উপকারী। একটি পাত্রে ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং ৩ টেবিল চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এতে মেশাতে হবে ২ টেবিল চামচ নারকেল তেল। ভালো করে পেস্ট বানিয়ে সেটি স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে ফেলতে হবে। ১৫ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিতে হবে। এই প্যাকটি সপ্তাহে দু'দিন ব্যবহার করা যাবে

 ৩) মধু, ডিম ও আমন্ড অয়েল :

 


একটি পাত্রে এক চামচ মধু, একটি ডিমের কুসুম এবং এক চামচ আমন্ড অয়েল নিয়ে ভালো করে মিশিয়ে চুলে ভালো করে করে মাখিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবেতারপর শ্যাম্পু করে ফেলতে হবে

 ৪) দই, মধু ও নারকেল তেল

 


একটি পাত্রে ২ চামচ টক দই, দেড় চামচ মধু ও আধ চামচ নারকেল তেল নিয়ে ভালো করে মেশানোর পর চুলে ভালো করে লাগিয়ে রাখতে হবে। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলতে হবে

৫) ডিম ও অলিভ অয়েল :



ডিমের হেয়ার প্যাক তো আগেই উল্লেখ করা হয়েছে। চুলের জন্য ডিম বেশ উপকারী, এটি চুলে পুষ্টি জোগায়। শীতে চুলের শুষ্কতা প্রতিরোধে ডিম আর অলিভ অয়েলের হেয়ার প্যাক অত্যন্ত উপযোগী। একটি পাত্রে ডিমের সাদা অংশ নিয়ে তাতে মেশাতে হবে পরিমাণমতো কাঁচা দুধ এবং অলিভ অয়েল। ভালো করে মিশিয়ে পেস্ট বানানোর পর তা চুল আর স্ক্যাল্পে লাগিয়ে রেখে ১৫-২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলতে হবে

 ৬) মধু ও দুধ :

 



৩ চামচ মধু এবং ৫ চামচ দুধ একসঙ্গে মিশিয়ে চুলে মাখিয়ে রাখার ১৫ মিনিট পর ঈষদুষ্ণ জলে শ্যাম্পু করে নিতে হবে। এই প্যাকটি সপ্তাহে একবার প্রয়োগ করা যায়

৭) মেথি ও নারকেল তেল :



মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা চুল স্থিতিস্থাপকতা উন্নত করে এবং চুলের ভাঙ্গন রোধ করে। অপরদিকে নারকেল তেল চুল ও স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে। এক কাপ জলে দুই টেবিল চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে পরেরদিন সকালে পেস্ট বানিয়ে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ নারকেল তেল ও আধ কাপ টক দই যোগ করতে হবে। এই হেয়ার প্যাকটি স্ক্যাল্পে প্রয়োগ করার পর ৩০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলতে হবে

 ৮) ঈষদুষ্ণ মধু ও অলিভ অয়েল :

 


 আধ কাপ মধু এবং ১/৪ কাপ অলিভ অয়েল একসঙ্গে নিয়ে হালকা গরম করার পর চুলে ও স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। ২৫-৩০ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিতে হবে

 

শীতের দিনে চুল কোমল রাখার টিপস :

  •  অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার চুলকে আরো রুক্ষ করে দেয়। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করলে একদম কোমল ভেষজ শ্যাম্পু ব্যবহার করাই শ্রেয়
  •  চুলে হট রোলার এবং কেমিক্যাল যতটা সম্ভব কম ব্যবহার করা যায় সেটা নজরে রাখতে হবে
  •  খাদ্যতালিকায় ভিটামিন-ই যুক্ত খাবার বেশি রাখতে হবে এবং সারাদিনে প্রচুর পরিমাণ জল পান করতে হবে
  •  নারকেল তেল এবং ভিটামিন ই দু'টোই চুলের জন্য অত্যন্ত উপকারী। এই দু'টির ব্যবহারে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলার জন্য ঘরোয়াভাবে বানিয়ে ফেলা যায় বিশেষ একখানি উপকারী হেয়ার অয়েল। এক ভাগ ভিটামিন ই যুক্ত তেলের সাথে ৪ ভাগ নারকেল তেল মিশিয়ে একটা শিশিতে ভরে রাখতে হবে। সপ্তাহে ২-৩ বার ওই তেলের মিশ্রণ চুলে লাগিয়ে আধঘন্টা রাখার পর শ্যাম্পু করে নিতে হবে

 

কলমে - শুভ্রা ব্যানার্জী


চিত্র সৌজন্যঃ আন্তরজাল 


Post a Comment

নবীনতর পূর্বতন