বেশ কয়েক বছর হয়ে গেল শ্যামের চাকরি জীবনের। নোট বন্দির দুমাস পরেই সে চাকরিটা পেয়েছিলো। এখনো প্রথম দিনটার কথা মনে পড়লে সে হাসে। সে ভাবে মানুষ কত রকম ভাবেই না নাটক করতে পারে!
শ্যাম চাকরি করে একটা কেমিক্যাল কোম্পানীতে। সেলসের চাকরি। শ্যামের সঙ্গে একই দিনে আরো পাঁচজন কাজে যোগদান করেছে। মাসের পয়লা তারিখে তাদের অফিসে ডাকা হয়েছে কাজে যোগদানের জন্য। সেদিন অনান্য ম্যানেজারের সঙ্গে ডিরেক্টর অর্থাৎ কোম্পানীর মালিক অফিসে উপস্থিত। সেদিন তাদের অফার লেটার দেওয়া হবে। সময় মত শ্যাম অফিসে হাজির হয়েছে।
একজন কর্মচারী শ্যামদের একটা হল ঘরে নিয়ে গিয়ে বসালো। কিছুক্ষণ পরে অনান্য ম্যানেজারদের সঙ্গে ডিরেক্টর এলেন। ম্যানেজাররা তাদের বক্তব্য পেশ করার পর ডিরেক্টর বলতে উঠলেন ।
-"আপনারা যারা আজ কাজে যোগ দিলেন তাদের স্বাগত জানাচ্ছি। একটা কথা সব সময়ে মনে রাখবেন এই কোম্পানীটা দাঁড়িয়ে আছে সততার উপর। আমাদের কোটি টাকার পুঁজি নেই। রাজনৈতিক প্রভাব নেই। তা সত্বেও এই কোম্পানীটা আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে ব্যবসা করছে। সুনাম কুড়োছে। সৎ পথে এগিয়ে চলেছে। সততা আর স্বচ্ছতা আমাদের কোম্পানীর মূলধন। ব্যক্তিগত ভাবে আমিও সততা আর স্বচ্ছতা ছাড়া অন্য কিছু বুঝি না। সততা এবং স্বচ্ছতা এখানে প্রথম এবং শেষ কথা। আপনারাও সৎ পথে চলবেন, স্বচ্ছতা বজায় রাখবেন। দেখবেন তাহলে আপনাদের পিছন ফিরে তাকাতে হবে না। আমরা সব সময়ে কর্মচারীদের সুখ দুঃখের কথা ভাবি। সেই জন্য আপনাদের অফার লেটারের সঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা ইমপ্রেস্ট ক্যাশ দেওয়া হবে।"
প্রত্যেককেই অফার লেটারের সঙ্গে দেওয়া হল পাঁচটা করে নোট বন্দি হওয়া দুহাজার টাকার নোট, এবং ব্যাঙ্কে জমা করার জন্য একদিনের সবেতন ছুটি।
একটি মন্তব্য পোস্ট করুন