রকমারি ভূত - দোলন মুখার্জী


 

আমাদের আশেপাশে কতরকম ভূত আছে আমরা কি তার খোঁজ রাখি নাকি! এই তো সেদিন জুতোর দোকানে এক মহিলা আর দোকানদারের মধ‍্যে তুমুল তর্ক বেধে গেছিল

- ভালো জুতো রাখতে পারেন না তো দোকান খুলেছেন কেন

- দেখুন দিদি আপনার ঐ উল্টো পায়ের জুতো আমার দোকানে হবে না। 

--

 

প্রায় একই রকম ঝামেলা জামা - কাপড়ের দোকানে। সেখানে একজন লোক ট্রায়াল রুমে গিয়ে কত জামা পরে যে দেখল! 

- ধুর ভালো ডিজাইনের শার্ট রাখেন না কেন আপনারা

- দেখুন আপনি যাই পরুন না কেন আপনার কলার বোনের সাদা হাড়গুলো ফ‍্যাটফ‍্যাট করে দেখাবেই দাদা কিছু করার নেই।

 

--

 

প্রায় একই জিনিস চলছে ডাক্তারের চেম্বারে। 

এক রোগীকে পরীক্ষার জন‍্য টেবিলে শোয়ানো হয়েছে। সেই অবস্থা থেকে সে হেঁচকি তুলে উঠে বসে পড়ে বলল

" ডাক্তারবাবু, এত খরচা করে ইসিজি করাচ্ছি সেটা এরকম একটা শুধু সরলরেখা কেন?"

ডাক্তারবাবু অভয় দিয়ে বললেন টেনশান করিস না ওরকম আমারও হয়েছিল। ঠিক হয়ে যাবে

--

 

Post a Comment

নবীনতর পূর্বতন