কবিতা একটুও অবাক হলো না কারণ অযাচিত উপকার করার লোক সে অনেক দেখেছে; তবু স্মিত হেসে বলে উঠলো - " ভিজে তো গেছি, আর একটু পথ, ধন্যবাদ"।
তরুণটি এগিয়ে এসে ছাতা এগিয়ে ধরে। কবিতা এবার যেন একটু বিরক্ত হয়। সেদিকে লক্ষ্য না করেই তরুণটি বলে " আমি পল্লব, আমাকে চিনতে পারলি না, সেই ইংলিশ কোচিং, বলদেব স্যার?" কথাগুলো বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে কবিতার দিকে। হ্যাঁ, মনে পড়েছে। একটা রংচটা জামা গায়ে প্লাস্টিকের মধ্যে বই নিয়ে কোচিং-এ আসা একটি ছেলের মুখ। একদিন তুমুল বৃষ্টিতে তার ছাতা না থাকায় সবাই বাড়ি গেলেও সেই করুন মুখে তাকিয়ে থাকা ছেলেটিই পল্লব। কোনো বন্ধুই তাকে নিজের ছাতার নিচে জায়গা দেয় নি, শুধু কবিতা ছাড়া। পল্লব নিশ্চয়ই ভুলে গেছে, তবে কবিতার মনের কোথাও এই ঘটনার ছিটেফোঁটা স্মৃতি পড়েছিল। কবিতা অফিসে ঢোকার মুখে আবার ধন্যবাদ দিল। পল্লব ব্যাগ থেকে অন্য ছাতা বের করে বলে উঠলো " এটা রাখ, ফেরার সময় লাগতে পারে, আমার মনে আছে একদিন তুই আমাকে তোর ছাতার নিচে জায়গা দিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছিলিস, আমি ভুলিনি"।
একটি মন্তব্য পোস্ট করুন