অবশিষ্ট - শ্রীমন্ত সেন


বদনামে আর অভিযোগে জীবন

গেল যেন গহন কষ্টে ছেয়ে,

তবু জীবন চলে জীবন যেমন

ভালবাসার পথটি চেয়ে-চেয়ে।

 

এই মাটি, জল – সবাই কিছু-কিছু

আগলে ছিল আমার পিছুটান,

খাঁটি ছিল এদের ভালবাসা,

কাদের জন্য বুকে তবু এত অভিমান!

 

মাঝপথে যে ছেড়েছিল হাত,

শপথ-কথা রয়নিকো যার মনে,

তারই বুকে ফেরারি মন খোঁজে

মাটি-জলের মায়া ক্ষণে-ক্ষণে।

 

না হয় ভেসে গেলই সকল কিছু,

এই জীবনের তবু থাকে বাকি,

নেতি-নেতি নিয়েও ঘর-সংসার,

না থাক কিছু, এই আমি তো থাকি।


Post a Comment

নবীনতর পূর্বতন