মেট্রো রেলে - দেবাংশু সরকার




লকডাউন উঠে গেছে। রাস্তা ঘাটে লোকজন বেরিয়ে পড়েছে। ট্রেন, বাস চালু হয়েছে। দুবছর ঘরে বসে থাকার পর আট বছরের রাজু বাবা মায়ের সাথে মাসির বাড়ি বেড়াতে চলেছে। 

দমদম থেকে তারা মেট্রো রেলে উঠেছে। নামবে কবি সুভাষস্টেশনে। অবাক চোখে চারিদিক দেখছে রাজু। দুবছর আগে মেট্রো রেল সে উঠেছিল। কিন্তু সে সব কথা তার মনে নেই। বলতে গেলে আবার নতুন করে সে মেট্রো রেল দেখছে। 

ট্রেন ছাড়লো। এক একটা স্টেশন আসছে, রাজুর বাবা স্টেশনগুলোর গুরুত্ব, অবস্থান ব্যাখ্যা করছেন, রাজু মন দিয়ে শুনছে। মাঝে মাঝে প্রশ্ন করছে। 

রাজুর বাবা বলে চলেছেন - এই স্টেশনটার নাম নেতাজী ভবন'এই জায়গাটার নাম ভবানীপুর। এখানে এলগিন রোডে নেতাজী সুভাষচন্দ্র বসুর বাড়ি। সেইজন্য এই স্টেশনের নাম রাখা হয়েছে নেতাজী ভবন'

ছুটে চলেছে ট্রেন। একটার পর একটা স্টেশন অতিক্রম করছে। এসে দাঁড়ালো নেতাজীস্টেশনে। 

রাজুর বাবা বললেন - নেতাজী সুভাষচন্দ্র বসু একজন দেশ নায়ক। তাকে সম্মান জানাতে এই স্টেশনের নাম রাখা হয়েছে নেতাজী' 

 - ওখানেওতো একটা নেতাজীস্টেশন দেখলাম। আবার এখানে আর একটা নেতাজীস্টেশন! দুটো স্টেশনের এক নাম! বুঝতে অসুবিধা হবে না?  

- ওখানে সুভাষচন্দ্রের বাড়ি রয়েছে। সেইজন্য নেতাজী ভবন'আর নেতাজী সুভাষচন্দ্রের সম্মানার্থে এই স্টেশনের নাম রাখা হয়েছে নেতাজী

 - তার মানে সুভাষচন্দ্রের নামে এক স্টেশন। আর তার বাড়ির নামে অন্য স্টেশন?

 - অনেকটা সেইরকম

 - এতোক্ষনে বুঝতে পারলাম

 -কি বুঝলে?

 - তুমি সেদিন যে বইটা পড়ছিলে, এইজন্য সেই বইটার নাম রাখা হয়েছে  “সুভাষ ঘরে ফেরে নাই”

 - অ্যাঁ !    

 

 চিত্র ঃ আন্তরজাল থেকে সংগৃহীত 

Post a Comment

নবীনতর পূর্বতন