-হ্যালো!
-বিবেকবাবু বলছেন?
-না । ওর মা ।
- কে .ওয়াই .সি আপডেটের আজ শেষ দিন । না হলে ওনার
ব্যাঙ্ক-অ্যাকাউন্ট ফ্রীজ হয়ে যাবে।
-ওর ব্যাঙ্ক-অ্যাকাউন্ট এখনো সচল !
-(মিনিমাম ব্যালেন্স আছে তো ) মানে ?
-বহুদিন তো লেনদেন নেই।
- একবার ব্যাঙ্ক-অ্যাকাউন্ট ফ্রীজ হয়ে গেলে সিবিল
নম্বর কমে যাবে। পরে লোন পেতে অসুবিধে হবে।
-একজন দিনান্তে পান্তা-ফুরোনো বৃদ্ধাকে কে লোন
দেবে?
- (কার সাথে কথা বলছি ?) কেউ লোন দিক আর না দিক , আপনার ছেলের পরিশ্রমের টাকা কেন
ব্যাঙ্ককে আত্মসাৎ করতে দেবেন ?
-তাহলে উপায় ?
-(লাইনে এসো) আপনার নম্বরে একটা ম্যাসেজ যাবে ।
ম্যাসেজে ক্লিক করে গুগুল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিন ..
-বাবা এটা ছেলের ফোন, বহুদিন টাকা ভরা হয়নি।
- (সকাল সকাল কার চক্করে পড়লাম ) ম্যাডাম কাস্টোমারের
সহযোগিতার জন্যেই আমরা আছি। আপনার মোবাইলে দেখুন একটা ছ-অঙ্কের ওটিপি ঢুকেছে। ওটা
আমাকে বলুন ।
- চোখে ভালো দেখতে পাই না। ছানির অপারেশন করানো
বাকি। ছেলে বহুদিন ঘরের বাইরে। ও না আসলে অপারেশন আর হবে না।
- (ঘাটের মড়া ) ম্যাডাম তাহলে ফোনটা রাখি।
বিবেকবাবু আসলে না হয় ফোন করবো।
- ও কবে আসবে , জানা নেই । তোমার কোম্পানির মতো একটাতে চাকরি করতো । ছ-মাস আগে গ্রেফতার হয়েছে ।
একটি মন্তব্য পোস্ট করুন