ফিরে দেখি - অনিন্দ্যকেতন গোস্বামী


সেই তো সত্য পুনর্জীবন

শোকহারাদের সঙ্গীত

চন্দ্র সূর্য নিরেট কোনো

অন্ধকারের আশ্রম।

ভাগ্যে যদি বৃক্ষ যাপন

বিষাদসিন্ধু স্বপ্নে

ব্রহ্মশরীর আলোর সাথে

ছায়ার মতো সঙ্গম।

 

উপকূলে চমকানো ভিত

কিছুক্ষণের বিদ্যুৎ

প্রাচীন কোনো সংবেদী এক

রক্তখেকো ঈশ্বর।

ধাত্রীদেবী লিখতে থাকেন

'মানুষ ইতিকথা'

মলিন মাটি কিলকা লেখা

মরুদ্যানের বর্বর।

 


2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন