কথাকলি ভোরের আখ্যান - কার্ত্তিক মণ্ডল



রাত গড়ালেই উজ্জ্বল নতুন দিন

দেয়ালে উদ্ভাসিত ক্যালেন্ডার

অসমাপ্ত জীবন অধ্যায় আজ‌ও

আগত শুভদিনের দিকে চেয়ে।

 

বেদনায় আহত দিনগুলো জ্বলজ্বল করছে চোখে

কত জাতপাত, কত ধর্মের বেড়া

আঙিনা জুড়ে অবগুন্ঠন সব

দু-পায়ে বেড়ি পরিয়েছে দিনরাত

নিজেকে পুড়িয়েছি বারবার আত্মদহনে

কত নিষ্ফলা প্রতিশ্রুতি

পাশ কেটে একটু একটু করে চলে গেছে

সামনে দিয়ে নীরবে।

 

ভালোবাসার সব বন্ধন খন্ডন করেছে

মৃত্যু ভাইরাস

তবু –

কোল পেতে সাদরে আলিঙ্গন

কথাকলি ভোরের আখ্যান

উদারতার পথ বেয়ে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন