আজন্ম তৃষ্ণা - ছন্দা দাম



কতদিন জানি না তোমাতে আকণ্ঠ ডুবে আছি

বাঁধ ভাঙা আবেগ তবু কেন চোখে তুলে ঢেউ,

আমাতে বেঁচে তুমি, আমি তোমাতে বাঁচি...

কত যে সভ্যতা ডুবে গেল খবর রাখে না কেউ।

 

পথ হারিয়েছি তোমার নামের বন্দরের ধুলোয়

তলিয়ে যেতে যেতে খাবি খেয়ে উঠি আবার,

জীবন ওঠে নামে শিল্পীর পুতুলের মত সুতোয়

কিছু কলি ঝরে অকাল ঝড়ে, ফুল হতে নেই সবার।

 

মিঠেল হলুদ হেমন্তের রোদ ব্যথাদের দেয় ওম

শিরা উপশিরা জড়িয়ে ধরে কি যে আকুলতায়,

বাম অলিন্দে বৃষ্টি নূপুর বাজে ছম ছমাছম,

ভিজে যাওয়া স্বপ্ন উঁকি দেয় চিলেকোঠার জানালায়

 

তবু তুমি থেকো অনুভবে আমৃত্যু...

থেকো কালবোশেখীর ঝোড়ো আন্দোলনে,

থেকে যেও শিশু শীতের ছোঁয়ায় আলতো...

একটা শহর গড়েছি শুধু তোমার জন্য এই মনে।

Post a Comment

নবীনতর পূর্বতন