সবাই ছেলে হলে মিষ্টি বিতরণ করে। সাদ্দাম মিষ্টি বিতরণ করছে মেয়ে হয়েছে বলে। ব্যাপারটা কী?
কৌতূহল সামলাতে না পেরে
আসাদুল জিজ্ঞেস করল, “সবাই মিষ্টি বিতরণ করে ছেলে
হলে। আর তুই মেয়ের জন্য মিষ্টি খাওয়াচ্ছিস!! ব্যাপারটা কী একটু খুলে বল!”
সাদ্দাম বলল, “আমরা বাপের পাঁচ ছেলে দুই মেয়ে। বিয়ে শাদি
করে সবাই ভালো আছি। তবু মা-বাপের কোন দিন কোন ভাই খেতে পরতে দিইনি। শেষে খেতে পরতে
না পেয়ে শুকিয়ে মারা গেল। আমরা তাদের জন্য কিছুই করিনি। যা করেছে ওই দুই বোন। আমরা
তাদের দেখভাল করলে আরও কিছুদিন বাঁচত। ছেলে হলে বৃদ্ধ বয়সে আমাদেরও যদি ওই অবস্থা
হয়। তাই, আল্লাহর কাছে মেয়ে
চেয়েছিলাম। মেয়ে হয়েছে।”
একটি মন্তব্য পোস্ট করুন