দীর্ঘশ্বাস - অপর্ণা দেওঘরিয়া ব্যানার্জি


বড় অস্থির সময় জুড়ে তোমার শিকড় বিস্তার

যত দূর যায় চলে জীবন সংলগ্ন পথে

সর্বক্ষণ বেপরোয়া ছলনায় তুফান তুলো

নিঃসঙ্গ মনে বিষন্নতায় চিরকালীন বোধে।

 

কতবার মেপে ফেলি গন্ডী পেরিয়ে ভালোমন্দ কথা

আটপৌরে ফাঁকফোঁকরে ভুল সংলাপে,

কত অতলস্পর্শী হৃদয় ঢেউ তোলে কাজল চোখে

ঠিক ততবার ছিন্ন বাতাসে লড়ায় চলে মুক্তি স্নানে।

 

কত কলঙ্কিত আকাশ রাঙায় বকুল মাঠ

কত বিপর্যয় মাটির স্বপ্ন খোঁজে প্রাণ 

হাজার দীর্ঘশ্বাস অবিশ্রান্ত ধারার মায়াগানে

অনর্গল স্মৃতির মেঘ, জড়িয়েছে জীবনের পথ।

Post a Comment

নবীনতর পূর্বতন