রক্তভেজা বুকে লিখি বিনম্র শ্রদ্ধার বাণী
লুটায়ে পড়ে তোমারে খুঁজি ধুলোমন্ডিত মুখখানি।
বিষাদের ছায়া মেখে দেখি জগতের নর
ভুলে যাই রঙ্গমঞ্চের রমণী সুন্দর।
বিদীর্ণ হিয়া কম্পিত দেহে জাগাইলো মৃত্যুধ্বনি
জগতের নিকট রাণী তুমি বিষাক্ত সেই নারী।
বিষের বাঁশী বেজে চলে শিরায় শিরায়
প্রেমতরঙ্গ না জানি কেন মৃত্যুর দিকে ধায়।
বাঁচার আশায় কম্পিত দেহে ভিক্ষা অবিরত
প্রাণ আছে শরীর জুড়ে মন গিয়েছে গত।
কত ঝড় বয়ে গেছে বিষাক্ত বক্ষ জুড়ে
না জানি কোন আগুনে পাষাণ হৃদয় গিয়েছে পুড়ে।
দুর্যোগের পথ বেয়ে নেবে আসে বসন্তের বার্তা
এ্যহস্পর্শের মিলন মেলায় ক্রেতা-বিক্রেতা আত্মা।
একটি মন্তব্য পোস্ট করুন