দু'চারটে ডালপালা এদিক ওদিক
ছড়িয়ে ছিটিয়ে,
নুড়ি পাথরগুলো
হাত ধরার আগেই একটা থেকে আর একটা
আলাদা হয়ে যায়,
তখনও জন্ম নেয়নি গান্ধার মতে
বিবাহের দিনক্ষণ
তবু স্বপন আসে, বপন আসে
স্বাতী মিতা নুপূর ছন্দা ....
সন্ধ্যে নামলেই
স্বাতী চলে যায় খোঁপার ফুল ছড়িয়ে
বপণকে মুঠোয় পুরে।
এও এক অনাবৃত অসঙ্গতি
তীর ছোঁয়া ভেসে আসা আয়নার চিত্রলেখা।
কথা দিয়ে কাহিনী হয়, শব্দ দিয়ে হয় ছবি,
ওরা যে বোঝে না তা নয়,
ওরা জানে পাথর ছুঁড়লে আগুন হয়
কলম ধরলেই তরবারি।
পাঁজরে গিট বেঁধে ওরা আসে তবু
অভিমান খোঁপায় জড়িয়ে ওরা আসে
দাঁতে দাঁত চেপে খুঁজে নেয়
তটভূমির লিপিমালা।
ওরা জানে
কারা যেন ভেসে গেছে সাগরে নদীতে।
একটি মন্তব্য পোস্ট করুন