ভাবের আশ্রয়, মনোভাবের বাসা,
সেতো সুন্দর মাতৃভাষা, আমার বাংলা ভাষা।
স্বপ্ন দেখি আমি বাংলাতে, শান্তি কথা কইতে,
বিশ্ববাসী করেছে স্বীকার, বাংলা ভাষা সুমিষ্ট দুনিয়ার সবচাইতে।
এই ভাষাতেই প্রাপ্তি নোবেল, গর্বের অস্কার,
বাংলা ভাষার পন্ডিতসব, বিশ্বের কল্যাণে করেছে আবিষ্কার।
জাতীয় সংগীত বাংলা ভাষায়, হৃদয় দেয় নাড়ি,
ভাষার জন্য বলিদান একুশ,
জীবনে মরণে কখনো ভুলতে নাহি পারি।
এই ভাষাতে কথা বলে পাই সুখ, আস্বাদ মুক্তি,
"বাংলা আমার অতটা আসে না", গালি দিলেই বোঝা যায় বাংলা ভাষার কতটা শক্তি।
গালিগালাজের কথাতেই আসি, ভাষা কেন হয়ে উঠছে ত্রাস,
কুরুচিকর মন্তব্য, প্রচারে আসার হাতিয়ার আজ ভাষা সন্ত্রাস।
নাচে, গানে, সিনেমাতে বাংলা ভাষা গুরুত্ব পাক,
এসেছে সময় বাংলা ভাষা সেরা করার, নবপ্রজন্ম ঘুরে দাঁড়াক।
একটি মন্তব্য পোস্ট করুন