কী হবে কী গন্তব্য জেনে? সে তো শুধু দুশ্চিন্তা বাড়ায়।
দূরত্ব জেনে কি বাড়াব গতিবেগ,
অবদমিত আবেগ
নিরীহ চোখের নিচে জটিল ভাবনার স্তর –
ক্ষুধায় নিঃসৃত লালা, সুখাদ্য-কুখাদ্যের ফারাক বিস্তর
রসনার তৃপ্তি বোঝে না পুষ্টিগুণ, শুধু চেটে যায় নিরন্তর।
আমি যে লালায়িত অতি
ভাবি না কীসে লাভ, কীসে ক্ষতি
মনে মনে মনান্তরে ধেয়ে চলি পিপাসিত।
কায়-ক্লেশে বাঁচি, হৃদয় খুঁড়ে তুলে আনি
জ্বালা-যন্ত্রণা-জ্বর-সর্দি-হাঁচি।
তমসার তীরে বসে আলোকসন্ধানী
অন্ধ সুরদাস আমি কেবল গাইতে জানি।
আমি যে তুচ্ছ প্রাণ কালক্রোড়ে বাঁচি
অফুরান আনন্দে দু'হাত তুলে নাচি।
কী হবে কী কবিতা লিখে? অক্ষরের আনন্দ
বুকে গুঁড়ো গুঁড়ো সুখ
সুন্দরের সান্নিধ্য আর শব্দের মন্থনে
ক্রমাগত বেড়ে চলে বয়স, অসুখ।
পত্রে-পুষ্পে-পল্লবে সেজে উঠুক জীর্ণ যাপন
অপাবৃতা আনন্দ তাকে করুক বেষ্টন।
একটি মন্তব্য পোস্ট করুন