অগ্রহায়ণের দিনে - বিবেক পাল



বৃক্ষ, লতাগুল্ম, দূর্বাদল ভিজে শিশিরের জলে

রাতচরা পাখিদের ডানা ভিজে শিশিরে শিশিরে,

ফুটো চাল থেকে শিশিরের জল গড়িয়ে পড়ে মাচায়

বড় যাতনা, দিন কাটে অভাবের তাড়নায়

 

শীতের কুয়াশায় ঢাকা চারিপাশ

প্রভাত ও সন্ধ্যায়, আগুনের মালসায়,

খুঁজে একটুখানি উষ্ণতা, শীতলতম দিনে

তৃতীয়ার চাঁদ ঢাকা রয় কুয়াশাতে

 

সর্বাঙ্গে নোনা ঘামের গন্ধ

মন জুড়ে ফসলের মাঠ, বহমান নদী,

"আমার ভাবনাগুলো একঝাঁক পাখি

মৃগনাভির গন্ধের মতো আমার ইচ্ছা।"

 

অন্ধকার ঠাসা সময় –

চারিপাশে বহে শীতল বাতাস,

তারি মাঝে আমি খুঁজে ফিরি সেই আলো

যার দুর্নিরোধ্য টানে খসে পড়বে মুখোশ

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন