কোথায় কে যে ছিটকে পড়ি, কেমন করে কেই বা জানে,
কখনও যাই কপালদোষে, কখনও যাই ভাবের টানে।
কেউ বা শুধু জলই মাপে, কেউ বা নামে অথই জলে,
কারও কেবল নামতা পড়া, ধারাপাতের কেউ অতলে।
কারও বোধের সূর্য ওঠা, কেউ বা বাঁচে আঁধার সেঁচে,
কারও নিত্য নতুন জীবন, কেউ বা মরে নামেই বেঁচে।
এক জীবনে অনেক পাওয়া কারও ভাগ্যে আপনি জোটে,
শূন্যসার বা কারও জীবন-- মনখারাপি বুকে লোটে।
কে যে কখন কাকে ডাকে, কে সে ডাকে দেয় বা সাড়া,
বেলা বাড়ে, তবু সে ডাক দেয় না বা কার মনকে নাড়া।
যে আছে প্রায় বুকের কাছে কেউ নাজেহাল তাকেই খুঁজে,
কেউ দেখে না দু'চোখ খুলেও, কেউ বা দেখে দু'চোখ বুজে।
হাওয়ায় ভেসে কারও চিঠি আপনি আসে খবর নিয়ে,
খবর পাওয়ার জন্য বা কেউ নিত্য মরে ছটফটিয়ে।
সহজ আসে ছন্দে নিজের রাখতে পরশ কারও বুকে,
সহজসুন্দর জীবনটা তার মাখামাখি সহজ সুখে।
একটি মন্তব্য পোস্ট করুন