মৃত্যুর হোমানলে অনির্বাণ জ্বলি
নিঃশব্দে একে একে একাকার হই
অন্ধকার খুঁজে নিই আলোর সন্ধানে।
দধিকর্মা শেষে উলুধ্বনি ....
উৎসব চারদিকে শুনতে পাই ,
যাবতীয় সব মৃত্যুর বিষাদ শেষ –
লেলিহান পাকদন্ডি শিখার আঁচলে ঢাকা
বর্ণময় প্রতিলিপি প্রতিচ্ছবি ললিতকলা....
আয়ু পরমায়ু নিয়ে অনির্বাণ জ্বলি।
কপালের হস্তরেখা বয়স বলে দেয়
সময়ের শুরু ও শেষ রৈখিক উৎক্রম –
উৎসে ফেরা আর হয় না
রজ্জুতেই বেঁধে থাকি।
জানো কি রৈখিক রজ্জুর প্রতিটি গ্রন্থির
ভাঁজে ভাঁজে কত কি ভালোবাসা ,
স্বপ্নময় রোদ্দুর চাপা পড়ে আছে ?
বুদবুদ শিশুপ্রাণ কেমন অবিরাম
মাতৃকায় সংশ্লেষে উদ্গম অপেক্ষায়
দিন মাস অতিক্রান্তে পুষ্ট হতে থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন