তুমিময় - ছন্দা দাম

 


 

তুমি কেন থেকে যাও না বলো,

কেন রেখে যাও না জলছাপ তুমিহীনা চোখটায়,

তুমি জানো তুমি ছাড়া বন্দরে প্রাণহীন মাস্তুল...

জাহাজেরও ঘরে ফেরার তাড়া নেই, প্রাণ নেই মরুভূমি বুকটায়!

 

কথারা করেছে জেহাদ ঠোঁটের অন্দরে বসে...

চুপকথাদের বড্ড বাড়াবাড়ি আজকাল,

নীরবতাই যখন উত্তর...তবু তাড়া থাক তোমার বুঝতে চাওয়ার...

চোখের কথা শোনা হয় না...চোখে চোখ রেখে কতকাল!

 

তুমি কেন হও না শিশুর মতো অবুঝ...

ছিঁড়ে ফেলো না আমার অভিমানী খাতার সব পাতা

তছনছ করে ফেলা সেই তোমার দাবানল রাগ...

কিছু কথার ঋণ আজও শোধ করতে চায় চুপকথা

 

ক্যালেন্ডারের পাতা উল্টে কবে জানি...

শেষটাতে এসে থমকে দাঁড়িয়েছি আমিও জানি না,

মায়াময় তুমিটা যে ফুরিয়ে গেছো কবে...

বুঝি প্রতি পলে...প্রতি ক্ষণে...তবু কেন মানি না!

 


Post a Comment

নবীনতর পূর্বতন