সবার জানি থাকে না সব কিছু,
তবু চাওয়া ছাড়ে নাতো পিছু,
হামলে পড়ে হ্যাংলা মনের মত,
নিজে কাছে নিজের মাথা নীচু।
তোমায় ভালবাসতে পারাই সব,
এপার-ওপার স্পষ্ট যাতায়াত,
নাইবা হল পাওয়ার অনুভব,
তবু মিথ্যে নয়তো মোলাকাত।
বিষাদ এসে তবু ছায় এ মন,
অকারণে করে জ্বালাতন,
কবে কখন এসে গেছ ফিরে,
সেই ব্যথাটাই আছে এ মন ঘিরে।
চাইলে পরে দিতেও কিছু হয়,
হোক অভিমান কিংবা চোখের জল;
হু-হু হাওয়া বুকে অবিরল,
সঙ্গে তোমার অসঙ্গত জয়।
সঙ্গত বা অসঙ্গত ভুল
বুকে এসে বাধায় হুলুস্থুল,
কী যেন আজ থেকেও মোটে নেই,
তাইতো আমার হারায় মনের খেই।
একটি মন্তব্য পোস্ট করুন