ঝলসে যাওয়া রুটির মতো শরীর
পোড়া পোড়া গন্ধ পাই অজানা অন্ধকার থেকে
হিম পড়ছে, তবুও পরোয়া নেই এই জীবনের
বাঁচা মরা তো উপরওয়ালার হাতে ...
সন্ধ্যা নামছে চরাচর জুড়ে
চাঁদের পোড়া শরীর দেখে তার জ্যোৎস্না উপভোগ করে
কিন্তু মানুষের পোড়া শরীরে দগদগে ঘা
শুকিয়ে যায় না কখনও আরো বেড়ে যায় সময়ের সাথে সাথেই।
চাঁদের মায়াবী আলোয় আলোকিত হয় সর্বত্র
জীবন থেকে হারিয়ে যাচ্ছে সভ্যতার কৃত্রিম রঙ
পোড়া শরীর বাইরে দেখাতে লজ্জা নেই
চাঁদ ডুবে যাক, আবার উঠবে -
মানুষ ডুবে (মরণ) গেলে একটা অধ্যায় শেষ।
একটি মন্তব্য পোস্ট করুন