বন্ধ ঘরের দরজা ঠেলে বেড়িয়ে পড়া
ঘাসের ডগায় বরফ কুচির নরম শরীর
আলতো ছোঁয়ায় এলিয়ে দেওয়া শরীর জুড়ে
হিমেল পরশ উষ্ণতা পায় নতুন রবির।
আকাশ জুড়ে শিশির ভেজা হিমেল বাতাস
আল্পনা দেয় হলুদ দু'চোখ সর্ষে ফুলের
বাঁশের ডগায় স্বজন হারা একলা পাখি
আগুন পোহায় নদীর মাঝি নৌকো ভুলে।
শিশির স্নানে শরীর ভেজা ঝরা পাতা
ঘুম ভাঙেনি দাঁড়িয়ে থাকা গাছ-গাছালির
মাঠের পথে চাষিভায়া চাদর-মুরি
গাড়ির উপর সুর ভাঁজছে রাগ-রাগিনীর।
ঝাপসা কাঁচে সময় ভুলে ট্রেনের চাকা
আধপাকা ধান নত মাথায় দুলছে হাওয়ায়
আলোর ছোঁয়ায় জাগবে সবাই তার অপেক্ষায়
পথ হারিয়ে রবির আলো কোন পথে যায়।
একটি মন্তব্য পোস্ট করুন