পাখির ডানার ওম বিছিয়ে
উষ্ণতার নিদাঘ আতসে
শীতঘুম কখনো বা সরীসৃপ দেহ;
আদিম কামনা বাসনার কাছে
পরাজিত কিছু মুহূর্ত, আবিলতা!
চোখের সামনে অন্ধকারেও বেশ স্পষ্ট
অজন্তা ইলোরা গুহাচিত্র, গান্ধার শিল্প;
কোনো এক মদিরতা, মেদুরতা
ঘিরেছে স্বর্গসুখ আশ্লেষে
চির বুভুক্ষিত হৃদয়ের মরুতৃষা —
এক লহমায় পান করা সঞ্জীবনী সুধা!
বৈধ-অবৈধতার সীমানা পেরিয়ে
ছেলেমানুষী বায়না-আবদার!
নিবিড়তা-নীরবতা স্তব্ধ প্রকৃতি
অস্ফুট স্বর আর অবাধ্য সংশ্লেষ —
আদিম প্রবৃত্তির কাছে বড় অসহায়।
একটি মন্তব্য পোস্ট করুন