মূল হাসি অধরা - প্রবীর কোনার


 

ওরা তো বাইরে খুব জোরে জোরে হাসে,

হাসি নয় ওটা কৃত্ৰিম কারুকাজ;

ওখানে বিষাদ হতাশা বিষন্নতা,

হাসির আড়ালে অনন্ত গিরিখাত।

 

রাখালের হাসি অরণ্য রোজ শোনে,

জবাবে পাখিরা কিচিরমিচির হাসে;

ঝরণার হাসি বেড়ে বেড়ে হয় নদী,

শিশুরাও হাসে ফুল ফুল অনুভবে।

 

তবে কেন ওরা মিছে অভিনয় করে,

তাও হাসি নিয়ে, যে হাসি সুখের স্থাপন;

ওরা চাপা দেয় অশান্তি সংকট,

লোকলজ্জা ইগোতে খানখান।

 

রোদ নেই ঘরে কষ্টে বাতাস ঢোকে,

ওদের জীবন ভোগবাদ দিয়ে গড়া;

তৃপ্তি কথাটি অভিধানে নেই ওদের,

প্রচ্ছদে হাসে, মূল হাসি অধরা।

Post a Comment

নবীনতর পূর্বতন