খুব আলোতে অন্ধকারকে আঁকড়ে ধরতে ইচ্ছা হয়,
মনের কার্নিশে প্রবল ঝড়ে
মেঘ মালঞ্চ আর অতীত এক হয়ে মিশে যায়
স্মৃতি বিন্দুরা ঝরে পড়ে; ঝাউ পাতার যন্ত্রণার আলেখ্য
অগণিত স্মারকের হাতছানি
আবিষ্ট আসমান জুড়ে,
সায়াহ্ন থেকে ফজর
বিহান থেকে অপরাহ্ন,
কিন্তু বৃষ্টি আসে না...
বৃষ্টি এলে যদি কষ্টের বালুকণা শিথিল হয়!
বেদনার ছায়া মিছিল ঝুঁকি নেয় না, অমরত্ব আস্বাদনের চেষ্টায়
নিজেদের ঝুলিয়ে রাখে মুখচোরা অশ্রুদের অজ্ঞাতনামা পিরামিডে
মহাকাশ অভিযোজিত হয়, স্মৃতিরক্ষাকর অনুভবেরা নয়
প্রেমিকের মৃত্যু হয়, তার আমরণ আপেক্ষার নয়...
একটি মন্তব্য পোস্ট করুন