যেখানেই যাই - দিলীপ কুমার দাস


 

যেখানেই যাই, দেখি ঠিক আছে

চেনা গ্রাম পথ নগর জীবন,

রঙিন মানুষ, আদুরে আলাপ

বিলাপও কিছু, সময়ের ছাপ।

 

পাশাপাশি দেখি সেখানে আবার

অখুশি প্রলাপ সেই পুরাতন,

লোভ লালসায় যা ছিল আগেও

এখনও একই নতুন রঙে

খুঁজতেই থাকে সুখের জীবন,

ওদিকে অসুখও পুনরুক্তি

আমাদেরই ভুল পাপের ফল,

বুঝেও বোঝে না স্বজন দুর্জন।

 

যেখানেই যাইশুধু খুঁজি ক্ষণ

অশ্লেষা মঘা সেখানে তখন

মিছিলে শ্লোগানে তোলে শুধু রব।

ওদিকে বেড়ায় মলিন কাঁথাটি

ঝুলে পড়ে থাকে ধারাপাত মেনে

ভালো-মন্দের বাইরে একই

যা ছিল আগেও ছেঁড়া বেলপাতা

আজও আছে তাই মন্ত্রবিহীন

Post a Comment

নবীনতর পূর্বতন