পরিপাটি জামার ভাঁজ আর
খুঁটে খাওয়া ভাতের মধ্যে কোন
পার্থক্য খুঁজে পাওয়া যায় কি?
কয়েকযোজন বিন্যস্ত পার করে হৃদয়ে কার্যত কবিতা গলগ্রহ হয়ে ওঠে,
হৃদয়ের মখমলী শাড়িতে সুতোর কাজ করা বেনামী হাতের ছোঁয়া অধরাই থেকে যায়,
নতুন সমানুপাতিক
দিকভ্রষ্টটা চেনা দৃষ্টিতে যেন সড়গড় হয়ে যায়,
পাখি তো খোলা আকাশে ওড়ে,
আর গাছ উপরের দিকেই মাথা তুলে দাঁড়াবে,
তবু কাটার জ্বালা - যন্ত্রণা নিয়ে এত কথা কেন?
সমুদ্রটা কি আরো খানিকটা কাছে এগিয়ে আসার কথা ছিল?
চারিদিকে ধুলোর বিন্যাস আসলে তো সবই
উল্টো পুরাণ।
একটি মন্তব্য পোস্ট করুন