সেই গন্ধটা - রথীন পার্থ মণ্ডল



 

পারফিউমের গন্ধটা অনেক দিনের চেনা,

দক্ষিণের দরজাটা আজ বোধ হয় খুলে গেছে

নিঃসঙ্গতায় ভরা মনে

চাপা অন্ধকার বয়ে বেড়ায়

অনুভবে অস্তিত্বের স্বাদ

আজ যেন পেয়ে বসেছে

রক্তপলাশের রক্তিমতায় ভরে ওঠে মন

এখন এক ঝলক ঠাণ্ডা বাতাস চাই

এক মুঠো ঝরাপাতা নিতে নিতে

শয্যায় আঁকিবুকি খেলে আলপনার ছন্দ

কে যেন বসন্তের আবির রং মাখিয়ে দেয় মাথায়

ছুঁলো মনের প্রান্তর, উঁকি মারে আকাশে

চোখে অশ্রুজলের বন্যা বয়

তবুও দেখি পরশপাথরের ছোঁয়া লাগে

তুমি এসেছো আজ এখানে

তাই চন্দনী পারফিউমের গন্ধটা

আজ ফিরে এসেছে ঘরে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন