আজকের এ বাসন্তী রাতে উৎসব মুখরিত প্রাঙ্গণ
নহবতে সানাইয়ের সুর; নববধূ সাজে সজ্জিত সন্তান,
আকাশের মত ভালোবাসার স্পর্শে –
সুগন্ধী মুহূর্তে মনে পড়ে প্রতিটি প্রিয় মুখ।
"যৌবনের প্রথম ফাল্গুনে" সাড়া দিয়ে
জীবনের আহ্বানে –
স্বপ্নের জাল বুনে অহর্নিশ।
ভালোবাসা বড় কঠিন, ত্যাগের মহিমায়
সে উজ্জ্বল দীপ্তিময় – আলোকিত জীবন,
স্বপ্নেরা বড় একপেশে ব্যথাতুর!
তবুও তো স্বপ্ন দেখি –
জীবনের আঙ্গিনা জুড়ে ,
মাধবীলতার সুবাস যেন ছড়িয়ে পড়ে।
দু'চোখের তারা ভিজে যায়
আনন্দ প্লাবনে নাকি শঙ্কায় –
নাহি জানি !!
হৃদয় গহীনে তুফান, মেঘহীন অম্বর
একঝাঁক পাখি ডানা মেলে
উড়ে যায় নীলে।
প্রাণের সুরভিতে উদ্ভাসিত হোক
জীবনের গতিপথ –
জীবনের জন্যে।
একটি মন্তব্য পোস্ট করুন