ফিরিয়ে দাও - দেবাশীষ চক্রবর্তী



 

সদ্যস্নাত তোমার মতো নরম তখন ভোর,

আলো আর কালোয় কামনার দাবা-ছক,

ঝড় উঠল – আগন্তক ঝড়!

তুমুল তোলপাড়ে তছনছ আমি ছুটে গেছি।

সুখের শিশিরে ভিজেছিল অন্দর-বারান্দা।

অশ্বারোহী চাওয়া-পাওয়া পাহাড়ে চড়ছিল,

গাছে গাছে ঝুলছিল স্বর্গীয় ঝাড়বাতি।

লালচে রোদ্দুরে রঙ করা ভেজা ভেজা পথে

আমি অক্লান্ত পথিক, যাচ্ছি আর যাচ্ছি 

তারপর অসংখ্য বার পৃথিবী নিজেই ঘুরেছে,

কত ঝড় এল, কত ঘর ভেঙে গেল,

উপড়ালো গাছ; বিদ্যুৎহীন ভূতের শহর।

তবুও এল না ফিরে সেই ভোর, সেই ঝড়

সেই ভেজা পথে তুমুল আন্দোলন।

তুমি চাইলেই দিয়ে দিতে পারি আমাকে;

আমার সব সম্পদ, যা কিছু নিজের –

ফিরিয়ে দাও সেই আশ্চর্য ভোর, সেই ঝড়;

সেই ভেজা পথে ক্লান্তিহীন আনন্দ-গমন।

 


Post a Comment

নবীনতর পূর্বতন