বিসর্জনের পরে - শ্রীকান্ত চৌধুরী


 

অবশেষে প্রতিমাটি ভাসে

নদীর টলটলে জলে,

প্রতিমার বিদায়বেলার ম্লান মুখটি

জেগে উঠে ভেসে চলে।

বেশ বড় কাঠামো

আর তা আঁকড়ে ধরে

চলে তখন, তুমুল যুদ্ধ

কমল, কেলো ও রবির ছেলেদের মধ্যে।

কিল, ঘুসি ও লাথির অবিরাম বৃষ্টি,

শেষে দাপটের জোরেই

কমল হয় জয়ী।

ওর মুখ ফাটা রক্ত,

আর প্রতিমার সিঁদুর, জলে মিলেমিশে একাকার

বড় কাঠামো ধরে নেওয়া মানেই

মনেপ্রাণে স্বস্তি।

বিসর্জনের দিনে নদীর ঘাটে

প্রতিমার কাঠামো নিয়ে ওরা লড়াই করে,

এও এক জীবনযুদ্ধের লড়াই।

কুমোরপাড়ায় কাঠামো বেচে ওদের দু’পয়সা আসে, 

ওদের সংসারে তখন,

ছেলেমেয়ের হয় নতুন জামাজুতো,

ঘরের দুর্গার শরীরে চড়ে নতুন কাপড়,

বিসর্জনের পরে

 

Post a Comment

নবীনতর পূর্বতন