নিরালায় আমি - বাপী নাগ


চলে গেলে এ মন থেকে দূরে

রইলে না তুমি কাছে।

দুপুরবেলার এই নির্জনতায়

ভাবি আছো যে পাশে।

 

এই মনের ভেতর যে শূন্যতা

সে তো তোমার জন্য।

স্মৃতি মনে পড়ে নির্জনতায়

মন আজ বড়ই শূন্য।

 

মধ্যরাতে নির্জনতা বড় কঠিন

দেয় না যে ঘুমাতে।

তোমার স্মৃতি মনে পড়ে মুহূর্তে

বলে দেয় কাঁদতে।

 

একান্তে থাকি মনের-ই মাঝে

নির্জনতায় যে শান্তি।

শূন্য হৃদয়ে তোমায় নিয়ে ভাবি

নেই যে আমার ক্লান্তি।

 

আলোর ছোঁয়ায় অঙ্কিত হয়

ক্ষনিকের এ মন।

নির্জন নিরালায় আছি আমি

শূন্য এই জীবন।

 

Post a Comment

নবীনতর পূর্বতন