সম্পর্ক নেই আমাদের বহুকাল,
বন্ধনও নেই যে ছিন্ন হবে,
সাক্ষাৎ নেই বহুদিন।
ধরো যদি হঠাৎ করেই দেখা হয় -
ভীড় ঠাসা কোনো বাসে
তবে কি চোখ ফিরিয়ে নেবে?
নাকি, হাল্কা হেসে এগিয়ে আসবে!
ধরো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছো..
পেছন থেকে যদি ডাকি তোমায়
আমার দেওয়া নামে,
তুমি কি সামনে এগিয়ে যাবে?
না, একবার ফিরে তাকাবে!
ধরো, বইমেলায় তোমায় বইয়ের মাঝে
তোমাকে দেখে ..
যদি ছুটে গিয়ে হাতটা ধরি,
তুমি কি ছাড়িয়ে নেবে হাত?
না, বাড়িয়ে দেবে হাত!
আর নাই বা হল দেখা,
তুমি কি বেমালুম ভুলে যাবে আমায়?
আমার নামটাও কি হারিয়ে যাবে?
তখন নাহয় ডেকো আমায় বন্যা বলে,
হলাম তোমার দিঘীর জল;
নাই বা গেলাম ঘরে তোমার,
আমার তরে সাঁতার দিয়ো।
একটি মন্তব্য পোস্ট করুন