মানব মন - গোপা মিত্র





 

মানব মন যেন প্রণম্য উজবুক,

জীবিত কাঁদিয়ে বুকে বাঁধে সুখ!

মৃতদেহ শায়িত রেখে জীবিত কাঁদে,

জীবনবোধ ফাঁসে স্বার্থের ফাঁদে।

মানব মন যেন প্রণম্য শয়তানি,

আজ আছি কাল নেই জানি।

যেতে হবে ফেলে রেখে সব,

পড়ে রবে কৌশলী স্বার্থের গৌরব।

মানব মন যেন প্রণম্য পাগলামি,

আমার আমার করি শুধু আমি।

আজকের বর্তমান হবে ইতিহাস,

তবু বারংবার কন্ঠ জুড়ে স্বার্থের ফাঁস!

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন