মনের আয়নায় - তুষার ভট্টাচাৰ্য





মাতৃভাষায় লেগে থাকে মায়ের দু'চোখের অশ্রুজল

প্রেমিকার অপ্রকাশিত গোপন অভিমান;

মাতৃভাষায় জেগে ওঠে নদীর কলকল ঢেউ ধ্বনি

মাঝিমাল্লার ভোরের ভাটিয়ালি গান;

মাতৃভাষায় ফুটে ওঠে শিশিরজলে ভেজা

হেমন্তের ধানের থোড়ের গন্ধ, পাকা ধান;

মাতৃভাষায় ভেসে ওঠে উঠোনে

গোল্লাছুট খেলা শিশুদের কলতান;

মাতৃভাষার অ আ ক খ অক্ষর

বসন্ত পঞ্চমী রাত্তিরে মনের আয়নায়

স্বপ্ন বুনে যায় অফুরান।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন