শব্দের আঙ্গুল ছুঁয়ে চলে যাবে ছন্দেরা;
ডানাছাঁটা, খোঁড়া, অস্পষ্টতা।
অথচ হাঁটতে হবে মিলিয়ে দেবার জন্য।
মাত্রাহীন অক্ষরে ভরে যাবে কবির আঁচল ।
ছন্দের প্রসন্নতায় ভরে যাবে কালির উপত্যকা;
আড়াআড়ি জন্মান্তরের ছাপে ছাপে।
কবির কণ্ঠ, কবির যাত্রাপথ
ছন্দদের নরম পায়ের পাতা ধুয়ে দেবে।
সাহিত্যের সোনালী দরজার কোনো এক দিগন্তে
শব্দ, মাত্রা, ছন্দদের সাথে মিশে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন