স্কুলের ছুটির পর অনেক আশা নিয়ে,
অপেক্ষা শেষ হতো, হলুদ গোলাপের কাছে গিয়ে।
মন তখন বড়ই অবুঝ, সদ্য কৈশোরে উন্নীত --
ফুলের সাথে হাসিটুকু, প্রাপ্তিতে মন পূর্ণ।
দিনের পরে দিন চলে যায়,
মনের রঙের রূপ বদলায়।
হলুদ গোলাপের প্রিয় পরশটুকু
ভাবের পেয়ালায় উপচিয়ে যায়।
বন্ধুত্বের মিষ্টি রঙ,
হোক না সে হলুদ ছোঁয়া।
ভালোবাসার স্পর্ধা কি আর
বন্ধুত্বকে থমকে দেয়?
ছোট্টবেলার পুরোনো অভ্যাস,
সময়ের গভীরে মিশেছে নিশ্বাস।
তবুও আজ ছোট ছোট বাহানায়,
ভুলতে পারি না হলুদ গোলাপের আশ্বাস।
একটি মন্তব্য পোস্ট করুন