আমার বাংলা - ঝুমা দত্ত


 

আমার বাংলা সবুজ ঘাসে,

      বাংলা আকাশে-বাতাসে,

সোনা রোদ মাখা সোনার ফসলে

       বাংলা আমার প্রাণে।

 

আমার বাংলা মায়ের ঠোঁটে,

      বাংলা পাখির কূজনে,

সরষে ইলিশে, পান্তা ভাতে,

      বাংলা গানে গানে।

 

আমার বাংলা রবি ঠাকুরের

      ছন্দে, ছড়ায়, গানে,

বীর ক্ষুদিরাম, সুভাষচন্দ্র

      গেঁথেছে প্রাণে প্রাণে।

 

আমার বাংলা শিশির স্নাত

     বৃষ্টি ভেজা মাটি,

শত মনীষীর চরণ ধূলায়

     করছে মাখামাখি।

 

আমার বাংলা সহজ পাঠ,

     বর্ণপরিচয়ে শুরু,

শেষ যে কোথায় কেউ জানে না,

      মাটিই পরম গুরু।

 

আমার বাংলা সোনা মাখা রোদ,

     টাপুর টুপুর বৃষ্টি,

শীত, গ্রীষ্ম, বর্ষা রাণী প্রকৃতির

       অপরূপ সৃষ্টি।

 

আমার বাংলা মাঠে মাঠে

       ছেলেবেলা করে খেলা,

জল ফড়িং, মৌ, প্রজাপতি,

        রঙিন পাখির মেলা।

 

আমার বাংলা রাম ও রহিম

        থাকে মিলেমিশে,

এক রঙ আর একই ভাষা

        পৃথক শুধুই বেশে।

 

আমার বাংলায় আনন্দ মাখি,

        বাংলায় বলি কথা,

বাংলা ভাষাতে খুনসুটি,

        ভুলি সকল ব্যথা।

 

আমার বাংলা লক্ষ শহীদ,

       কত প্রাণ দিয়ে সজ্জিত,

আমার বাংলা আমার গর্ব

       এ মনে তুমি সর্বশ্রেষ্ঠ।

 

বাংলা ছেড়ে যে জন দূরে

        ফিরেছে মাটির টানে,

বাংলা ভাষা, বাংলার স্বাদ

         গেঁথেছে মনে প্রাণে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন