আগত বসন্ত - গৌতম রায়



 

উত্তরে হাওয়া তুমি পথ ভুলে কোথা গেলে

শরীরের উত্তাপ হেলায় যে গেলে ফেলে।

শীতঘুম ভেঙে রবি আনমনে আঁখি খোলে

ভাবে নাকি ঘুমচোখে স্বপ্নটা গেল চলে?

 

বৈরাগী এলোকেশী বাসন্তী শাড়িতে

মর্মর ধ্বনি তুলে কোথা যাও ত্বরিতে

শুনেছ কি কুহুতান কোকিলের কন্ঠতে

বল দেখি কি আছে তার ছোট ভাবনাতে?

 

বিদায়ের দিন আসে পর্ণেরা ঘর ছাড়ে

অজান্তে শুনে যায় কিশলয় ডাক ছাড়ে।

উড়ে চলে অজানায় বাতাসের পিঠে চড়ে

ধ্বনি শোনে কানে কানে, কিছু কি মনে পড়ে?

 

আলোছায়া বনভূমি পর্ণের সজ্জাতে

সুরে আজ ভেসে যায় অনাবিল সুখে মেতে।  

একতারা সুর ছাড়ে ঐ শোন কান পেতে 

বাউল কি ঘর ছাড়ে সুখময় সন্ধ্যাতে?

 

কিশোরের মনে আজ রুনুঝুনু বাজে সুরে

ছন্দেতে নেচে চলে হোলি খেলে আবিরে।

বসন্ত এসে গেছে হিন্দোল বাজে সুরে

আনন্দে নেচে চল থেকো না গো আর ঘরে।

 

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন